দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : উনিশে এপ্রিল, একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদর্পে বলেছিলেন, ‘ভারতের সব মানুষের জন্য ‘জাতীয় নাগরিক পঞ্জি’ (এনআরসি) হবে।’ সেকথা বেমালুম ভুলে গিয়ে রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী দাবি করেছেন, ‘এনআরসি নিয়ে সরকারের মধ্যে কোনও কথা হয়নি। বিরোধীরা মিথ্যা বলছেন।’
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকারের অংশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে কংগ্রেস। অন্যদিকে ছেলেটা তবে মরল কোথায়?’ অন্যদিকে ‘চল্-ঝুটা’ হ্যাশট্যাগ দিয়ে গত কাল থেকেই তোলপাড় নেট দুনিয়া। অমিত শাহ বার বার বলে এসেছেন, প্রথমে নাগরিকত্ব বিল, পরে এনআরসি। সেই অমিত শাহকে এখন ‘আপাতত চুপ’ রেখে কেন এনআরসি-র অবস্থান থেকে পিছু হটছেন প্রধানমন্ত্রী?
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন