Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

জন্মদাতা মা অসুস্থ, করোনাকে উপেক্ষা করে দুধের শিশুকে স্তন্যপান করালেন নার্স

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সন্তানদের জন্য মা এক জন বড় যোদ্ধা। সন্তানদের বাঁচাতে যেকোনও যুদ্ধে সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকে। জন্মের পরেই সন্তানের লড়াই শুরু হওয়া দেখে যুদ্ধে এগিয়ে এলেন মা। তবে, এই মা জন্মধাত্রী মা নয়। এগিয়ে এলেন কয়েক মাস আগে মা হওয়া এক তরুণী। উমা অধিকারী নামে ওই তরুণী পেশায় এক নার্স। আরজি কর হাসপাতালে কর্মরত। এক সদ্যোজাতকে নিজের স্তন্যপান করিয়ে খবরের শিরোনামে।

সারা বিশ্বে এখন লড়াই চলছে। করোনা ভাইরাস থেকে বাঁচার লড়াই। যার কারণে, সামর্থ্য থাকলেও একে অপরের সাহায্যে এগিয়ে আসছে না কেউ। এমন পরিস্থিতির শিকার হল এক সদ্যোজাত। সি সেকশন করে শিশুকে জন্ম দেওয়ায় সদ্যোজাতকে দুধ খাওয়ানো সম্ভব ছিল না জন্মধাত্রী মায়ের। কিন্তু জন্মের পরেই দুধ পান করার জন্য ছটফট করছিল শিশুটি। এই রকম পরিস্থিতি তৈরি হলে হাসপাতালের অন্য প্রসূতিদের দিয়ে সন্তানদের স্তান্যপান করানো হয়ে থাকে। কিন্তু করোনার ভয়ে অন্য প্রসূতিরা স্তন্যপান করাতে রাজি হয়নি। অথচ, শিশুটি খিদের জ্বালায় ছটফট করছে।

শিশুটির কষ্ট দেখে এগিয়ে আসেন হাসপাতালেরই কর্মরত নার্স উমা অধিকারী। যিনি কিছু দিন আগেই মা হয়েছেন। তাই সন্তানদের কষ্টটা বুঝতে অসুবিধা হয়নি তাঁর। গত বৃহস্পতিবার রাতে জন্ম নেয় শিশুটি। সেই রাতেই ডিউটিতে ছিলেন ওই তরুণী নার্স উমা অধিকারী। কয়েক মাস আগেই তিনি নিজেও মা হয়েছেন। লকডাউন শুরু হওয়ার কয়েক দিন আগেই যোগ দিয়েছেন কাজে। শিশুকে নিজের স্তন্যপান করিয়ে একটি সেলফি তুলেছেন তিনি। পুরো ঘটনা জানিয়েছে ফেসবুকে পোষ্ট করেছেন।

নার্সের স্বামী পেশায় ইঞ্জিনিয়ার শান্তনু মাইতি। এ বিষয়ে নার্স উমা অধিকারী জানান, করোনা সংক্রমণ থেকে তখন অনেক বড়ো হয়ে গিয়েছিল সদ্যোজাত শিশুটিকে দুধের জন্য আকুতি। করোনার সব রকম সাবধানতা অবলম্বন করেই শিশুটিকে নিজের দুধ পান করিয়েছেন বলেও জানিয়েছেন ওই নার্স। ফেসবুকে পোষ্ট হওয়ার পরেই, তা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নার্সের এই দায়িত্ব-কর্তব্যকে কুর্নিশ জানিয়েছে নেট দুনিয়া। উমার পাশে দাঁড়িয়ে সাধুবাদ জানিয়েছে স্বাস্থ্যকর্মীরাও। উমার স্বামী অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কাছেও আবেদন করেছেন, এই পরিস্থিতিতে শিশুদের পাশে দাঁড়ানোর।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!