দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনার আতঙ্ক মাথায় নিয়ে অসুরক্ষিত অবস্থায় কাজ করতে হচ্ছে বলে অভিযোগ তুলে হাওড়া হাসপাতালের সুপার নারায়ণ চট্টোপাধ্যায়ের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন নার্স ও স্বাস্থ্যকর্মীরা।
সোমবার দুপুর দু’টো নাগাদ পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্টের দাবিতে হাওড়া হাসপাতালের সুপারের অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন নার্স ও স্বাস্থ্যকর্মীরা। বিক্ষোভরত নার্সরা বলেন, ‘প্রয়োজনীয় গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার পাচ্ছি না আমরা। ফলে যে কোনও মুহূর্তে সংক্রমিত হওয়ার আশঙ্কা করছি।’