Sunday, February 23, 2025
Latest Newsফিচার নিউজবিনোদন

নাম কি ‘খেসারত’? হিরো আলম রাখলে ভালো হবে! নুসরতের সন্তানের নাম নিয়ে ব্যঙ্গ নেটপাড়ায়

কলকাতা, ২৬ আগস্ট: বৃহস্পতিবার দুপুরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ শুরু হয়েছে নুসরত জাহানকে নিয়ে। পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসাপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নুসরত। তারপর থেকেই নেটাগরিকদের আলোচনার নতুন বিষয়, ‘ছেলের নাম কী রাখবেন নুসরত জাহান?’

এক দিকে যেমন নতুন মায়ের জন্য নেটমাধ্যমে শুভেচ্ছার ঢল, অন্য দিকে নেটাগরিকদের একাংশ নুসরতের সন্তানের সম্ভাব্য নাম ভাবতে ব্যস্ত। নেটমাধ্যমে কেউ কেউ লিখছেন, যশের সঙ্গে নাম মিলিয়ে নুসরতের পুত্র সন্তানের নাম হবে ‘যশরত’। অনেকেই আবার নুসরত এবং যশের নামের বানান মিলিয়ে সন্তানের নাম ‘নুহাস’ রাখার পরামর্শ দিয়েছেন।

এক দিকে যেমন বাহারি নামের পরামর্শ, অন্য দিকে সেই নামকে ঘিরেই নানা ব্যঙ্গোক্তি, পরিহাস। সন্তান জন্মের আগে থেকেই নানা বিতর্কে জড়িয়ে পড়ায় সদ্যোজাতর নাম ‘খেসারত’ রাখার কথা লিখলেন একজন। কেউ আবার প্রস্তাব দিয়েছেন নুসরতের সন্তানের নাম হিরো আলম রাখলে ভালো হবে।

Leave a Reply

error: Content is protected !!