দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আগামী ২৩ এপ্রিল প্রধান বিচারপতি পদের মেয়াদ শেষ হবে বিচারপতি এসএ বোবদের ৷ ভারতের পরবর্তী প্রধান বিচারপতি পদে নিযুক্ত হলেন এনভি রামান্না ৷ সোমবার রাতেই তাঁর নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ আগামী দায়িত্ব গ্রহণ করবেন বিচারপতি রামান্না৷ ভারতের 48তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন তিনি ৷
১৬ মাসেরও বেশি সময় ধরে প্রধান বিচারপতি পদে আসীন থাকবেন এনভি রামান্না ৷ তাঁর কার্যকালের মেয়াদ শেষ হবে ২০২২ সালের ২৬ অগাস্ট ৷ যা গত প্রায় এক দশকে দীর্ঘতম ৷