দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : ২০২৩ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বিশ্ব কাঁপানো পারফরম্যান্স নিউজিল্যান্ডের। বোলারদের সম্মিলিত পারফরম্যান্সের পর ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল কেন উইলিয়ামসনের দল। ২৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড জয়ী হয়েছে ৯ উইকেটের। তাও ৮২ বল বাকি থাকতেই।
বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ম্যাচটি হয়েছে একপেশে, ম্যাড়মেড়ে। ওয়ানডে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে গত আসরের রানার্সআপ দলের দাপট ছিল এমনই। কনওয়ে অপরাজিত ছিলেন ১২১ বলে ১৫২ রানে, রবীন্দ্র ১২৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ৯৬ বলে।
এদিন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে মাত্র ২৮২ রানে আটকে যায় ইংল্যান্ডের ইনিংস। তিন উইকেট দখল করেন ম্যাট হেনরি। দুই উইকেট পান মিচেল সান্তনার। ৭৭ রানের ইনিংস খেলেন জো রুট। অধিনায়ক জস বাটলার করেন ৪২ বলে ৪৩ রান। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮২ রান তোলে ইংল্যান্ড।