দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিহার বিধানসভা নির্বাচনে জয়ী হলেন আসাদউদ্দিন ওয়েসীর মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন (মিম) প্রার্থী অখতারুল ঈমান। তিনি আমোর বিধানসভা আসনে জয়ী হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত অখতারুলের প্রাপ্ত ভোট ৪৫৯৫৮। দ্বিতীয় স্থানে রয়েছেন জনতা দল ইউনাইটেডের সাবা জাফর। তাঁর প্রাপ্ত ভোট ২০৩৭৭।