দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক :
ভারতের সেরা মুখ্যমন্ত্রী কে? কে-ই বা সবথেকে নিকৃষ্টতম মুখ্যমন্ত্রী? এক সমীক্ষা চালিয়ে সেই ফলাফল প্রকাশ করল সি ভোটার। সি ভোটারের এই রিপোর্টে পাল্লাভারী অ-বিজেপি মুখ্যমন্ত্রীদেরই।
২৩ রাজের তালিকায় সবথেকে নিচে রয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। বিজেপির মুখ্যমন্ত্রীর কাজে সন্তুষ্ট নন ৪৬.৮২ শতাংশ মানুষ। আর সন্তুষ্ট মাত্র ২৫.১৮ শতাংশ। কিছুটা সন্তুষ্ট ২৬.১১ শতাংশ। তার উপরে রয়েছেন আরও এক বিজেপিশাসিত রাজ্য উত্তরাখণ্ড।
এই সমীক্ষা রিপোর্টে সবার উপরে রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী বিজেডির নবীন পট্টনায়ক। তাঁর কাছে সন্তুষ্ট ওড়িশার ৭২.০৬ শতাংশ মানুষ। কিছুটা সন্তুষ্ট আরও ১৯.৪২ শতাংশ। আর একেবারেই সন্তুষ্ট নন মাত্র ৮.৫২ শতাংশ মানুষ। বাংলার প্রতিবেশী রাজ্যের এই মুখ্যমন্ত্রীর উপন অনাস্থা সবথেকে কম। আস্থা রেখেছেন বেশি মানুষ।
প্রথম ছ-স্থানেই রয়েছে অ-বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। বিজেডির নবীন পট্টনায়ক থেকে শুরু করে আপের অরবিন্দ কেজরিওয়ালরা রয়েছেন এই ছ’টি স্থানে। রয়েছেন কংগ্রেসের ভূপেশ বাঘেল, কেরালার পিনারাই বিজয়ন, অন্ধ্রপ্রদেশের জগন্মোহন রেড্ডি ও উদ্ধব ঠাকরে।