নয়াদিল্লি, ০৪ সেপ্টেম্বর: উমর খালিদের বিরুদ্ধে তদন্তকারী পুলিশ অফিসারকে সাম্প্রদায়িক তকমা দিলেন আইনজীবী ত্রিদিব পাইস। তিনি বলেন, উমর খালিদ সাম্প্রদায়িক নন, বরং তাঁর বিরুদ্ধে তদন্তকারী পুলিশ অফিসারই সাম্প্রদায়িক। শুক্রবার কড়কড়ডুমা আদালতে দিল্লি হিংসার মামলায় অভিযুক্ত প্রাক্তন ছাত্রনেতা উমরের জামিন আবেদনের শুনানিতে এমনই দাবি করলেন আইনজীবী ত্রিদিব পাইস।
২০২০ সালের ফেব্রুয়ারিতে দিল্লি গণহত্যার তদন্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ পক্ষপাতদুষ্ট আচরণ করেছে বলেও অভিযোগ করেন তিনি। বিচারক অমিতাভ রথের এজলাসে শুনানি-পর্বে দিল্লি হিংসার তদন্তকারী পুলিশ অফিসারের সঙ্গে হ্যারি পটার সিরিজের খলনায়ক, ভয়ঙ্কর জাদুকর ভল্ডেমর্টের তুলনা করেন ত্রিদিব। চার্জশিটের তুলনা করেন, ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান সিজন-টু’-এর স্ক্রিপ্টের সঙ্গে। তিনি বলেন, ‘‘পুলিশের এই চার্জশিট আদতে জালিয়াতি। এই উপর ভিত্তি করে কাউকে গ্রেফতার করা যায় না।’’