নিজস্ব সংবাদদাতা, রামপুরহাট, ২২ আগস্ট: রবিবার জামাআতে ইসলামী হিন্দের বীরভূম জেলা অফিসে অনুষ্ঠিত হল ওলামা সমাবেশ। ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশনের (এসআইও) বীরভূম শাখার দ্বীনি মাদ্রাসা সেক্রেটারি আব্দুর রহিমের দারসে কুরআনের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামাআতের রামপুরহাট শাখার দায়িত্বশীল ডাঃ আমিন আহম্মদ।
সভায় উপস্থিত মাওলানা সফিকুল ইসলাম বলেন, ‛ওলামাগণ ছাড়াও রাজনৈতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবি ও প্রশাসনের বিভিন্ন দপ্তরকে সক্রিয় হতে হবে সমাজ থেকে সমস্ত অপকর্মের সূতিকাগার মদের ব্যবহার নিসিদ্ধ করার জন্য। যাতে করে সমাজ, পরিবার ও রাষ্ট্রে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করবে।’
বীরভূম জেলার প্রাক্তন জেলা সভাপতি মাস্টার সেলিম রেজা তার বক্তব্যে খুব গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বলেন, ‛ওলামারাই হচ্ছেন সমাজের প্রকৃত নেতা, কেবল মসজিদের মিম্বারের মধ্যেই তাদের দায়িত্ব সীমাবদ্ধ নয়, মসজিদের বাইরে আল্লাহ্র বিশাল জমিনে তাদের মর্যাদা যেমন আছে তেমনি দায়িত্বও রয়েছে।’
আদর্শ সমাজ ও দেশ গঠনে ইসলামের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে ওলামাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে মূল বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ নলহাটি হিরালাল ভকত কলেজের প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলাম নুরানী। তিনি স্মরণীয় সেই সোনালী যুগের মতো সমাজে ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আজও পুনর্বহাল করার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
এছাড়া মাওলানা মনিরুল ইসলাম ও মুফতি মাহফুজ হোসেন স্মরণ করেন সমাজের নক্ষত্র ওলামাদের প্রতি আল্লাহ্ ও রাসুলের নির্দেশিত ফরয দায়িত্বের কথা, সেই সাথে বলেন ‛আমাদের নিজেদেরকেই সমাজে আদর্শ রুপে গড়ে তুলতে হবে তাহলেই সমাজে সেই আলো বিচ্ছুরিত হবে ইন-শা-আল্লাহ।’
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় করেন বীরভূম জেলা সভাপতি মাস্টার আসগার আলি ও সবশেষে মাওলানা মনিরুল ইসলামের প্রার্থনার মাধ্যমে সেমিনার শেষ হয়।