Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

জোর করে ৩৭০ ধারা রদে খুশি হয়নি জম্মু ও কাশ্মীরের মানুষ, বিজেপিকে হারিয়ে কড়া বার্তা ওমরের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীর জেলা উন্নয়ন কাউন্সিলের নির্বাচনী ফলই বুঝিয়ে দিল ৩৭০ ধারা রদে খুশি হয়নি মানুষ। এই ভোট গণনা শেষে বিজেপির চেয়ে এগিয়ে রয়েছে পিডিপি জোট। এমনকী নির্দলও এগিয়ে বিজেপির থেকে। জম্মু ও কাশ্মীরের মানুষ প্রত্যাখ্যান করেছে বিজেপিকে। তা এই নির্বাচনী ফলই বুঝিয়ে দিল।
২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে ৩৭০ ধারা রদ করে কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল কনফারেন্স এবং পিপলস ডেমোক্র্যাটিক পার্টি-সহ ছয়টি প্রধান আঞ্চলিক রাজনৈতিক দলের একত্রিত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেয়। গণতান্ত্রিক জোট এই নির্বাচনে বিজেপিকে বুঝিয়ে দিয়েছে মানুষ তাদের সঙ্গে নেই।

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনসি সহ-সভাপতি ওমর আবদুল্লা জানিয়েছেন, আমাদের জন্য কঠিন সময় গিয়েছে সাম্প্রতিক অতীতে। তা বিবেচনা করে এই নির্বাচনী ফলাফল আমাদের জন্য উৎসাহব্যাঞ্জক। আমাদের দীর্ঘদিন কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। তারপর স্বল্প সময়ের ব্যবধানে আমরা এই সাফল্য পেলাম।

বিজেপি বলছে, তারা কাশ্মীর থেকে তিনটি আসন জিতেছে। তারা এটিকে একটি সাফল্যে বলে দাবি করছে। তার প্রত্যুত্তরে ওমর জানান, তাদের তিনটি আসন যদি সাফল্য হয় তবে আমাদের ভূমিধস হয়েছে! যদি দেখেন যে, তারা কীভাবে এই আসনগুলি জিতেছে তবে একটি সম্পূর্ণ আলাদা চিত্র পাবেন।

ওমর আবদুল্লা বলেন, আমরা এটিকে জনগণের পক্ষে গণভোট বলে মনে করছি না। কিন্তু বিজেপি তা করেছে। তারা তাদের যা কিছু ছিল সব দিয়ে নির্বাচনে নেমেছে। আমরা খুব একটা প্রচারও করিনি। আজ যখন এই ফলাফলগুলি প্রকাশিত হচ্ছে, তাদের প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না। তারা এটিকে একটি গণভোটে পরিণত করেছে।

 

 

Leave a Reply

error: Content is protected !!