Sunday, February 23, 2025
Latest Newsদেশফিচার নিউজ

‛আজাদি’ স্লোগান দিলেই ‛দেশদ্রোহী’, কড়া শাস্তির হুমকি যোগী আদিত্যনাথের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবার আজাদির স্লোগানকে দেশদ্রোহিতা বলে দাবি করলেন। তাঁর হুমকি, যারা আজাদির স্লোগান দিচ্ছে তাদের দেশদ্রোহী বলে গণ্য করা হবে এবং সেইমতো শাস্তি দেওয়া হবে।

নাগরিকত্ব আইনের বিরোধী আন্দোলনে দেশ জুড়ে উঠেছে আজাদির স্লোগান। লখনউয়ের বিখ্যাত ক্লক টাওয়ারের নিচে নাগরিকত্ব আইনের বিরোধিতায় লক্ষ লক্ষ মানুষ অবস্থান বিক্ষোভে বসেছেন। ওই জমায়েত থেকে বিক্ষোভকারীদের মুখে উঠে আসছে ‛আজাদি’ স্লোগানও। আর এতেই প্রবল আপত্তি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর।

বুধবার কানপুরে জনসভা করেন যোগী। তাঁর উদ্দেশ্য ছিল, নাগরিকত্ব আইন সম্পর্কে মানুষকে বুঝিয়ে বলা। সেখানে তিনি বলেন, ‛যদি কেউ প্রতিবাদের নামে আজাদির স্লোগান তোলে তাকে দেশদ্রোহী বলে ধরে নেওয়া হবে। সরকার তার বিরুদ্ধে সেইমতো ব্যবস্থা নেবে। আজাদির স্লোগান মেনে নেওয়া হবে না।’

 

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!