দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: একদিন শুভেন্দুর ‛না ঘরকা, না ঘাটকা’ অবস্থা হবে, সোমবার পূর্ব মেদিনীপুরের ঠাকুরচকের সভা থেকে ফের নন্দীগ্রামের বিজেপি প্রার্থীকে তুলোধোনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শুভেন্দুকে কটাক্ষ করে এদিন তিনি বলেন, “একদিন এমন অবস্থা হবে, না থাকবে ঘরকা, না ঘাটকা।”
এদিনের সভায় ফের আবেগপ্রবণ হয়ে যান মমতা। নাম না করেই শুভেন্দুকে উদ্দেশ করে বলেন, “কী দিইনি? আমার ভালবাসার নন্দীগ্রাম দিয়েছিলাম। ক্ষমতা দিয়েছিলাম। এক পরিবারের সবাই কোনও না কোনও সরকারি পদে ছিলেন। এত কিছুর পরও ওই গদ্দাররা বিজেপির সঙ্গে হাত মেলাল।”