দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভ্যাকসিনের ২টি ডোজ নেওয়ার পরেও রাজ্যে চিকিৎসকের মৃত্যু। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল সিউড়ি সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ অতনুশঙ্কর দাসের। কলকাতার বাসিন্দা পঞ্চাশোর্ধ্ব চিকিৎসক দীর্ঘদিন সিউড়িতে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে খবর, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পরও দিনকুড়ি আগে তিনি করোনা আক্রান্ত ওই চিকিৎসক। ভর্তি ছিলেন বোলপুরের কোভিড হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ওই চিকিৎসককে। গতকাল রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। চিকিৎসক সংগঠনের দাবি, দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও এ রাজ্যে মৃত্যু হয়েছে ৩০ জনের বেশি চিকিৎসকের। করোনা-বিধি মানায় শিথিলতা দেখানোর কারণেই এ ধরনের ঘটনা ঘটছে বলে চিকিৎসকদের মত।