Saturday, March 15, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

তৃণমূলে একের পর এক উইকেটের পতন, এবার মন্ত্রী থেকে ইস্তফা লক্ষ্মীরতন শুক্লার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: একে একে ইউকেট হারাচ্ছে তৃণমূল। এবার
মন্ত্রিত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা। ইতিমধ্যে তাঁর পাঠানো ইস্তফাপত্র মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি তিনি তৃণমূলের দলীয় পদেও ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে। তবে লক্ষ্মীরতন শুক্লা পদ ছাড়ায় দলের কোনও ক্ষতি হবে না বলেই মত তৃণমূলের শীর্ষ নেতৃত্বের।

সূত্রের খবর অনুযায়ী, লক্ষ্মীররতন শুক্লা একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি মুখ্যমন্ত্রীর কাছে ক্রীড়ামন্ত্রী পদে ইস্তফা দেন। মুখ্যমন্ত্রী তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে।

একইসঙ্গে লক্ষ্মীরতন শুক্লা দলীয় পদ ছাড়তে চেয়ে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকেও চিঠি দিয়েছেন। প্রসঙ্গত ২০২০-র জুলাইয়ে লক্ষ্মীরতন শুক্লাকে হাওড়া জেলা তৃণমূলের সভাপতির পদে বসানো হয়েছিল। তবে তিনি এখনই বিধায়ক পদে ইস্তফা দিচ্ছেন না বলে জানা গিয়েছে। কেননা, পুরবোর্ড না থাকায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে অনেক ক্ষেত্রেই তাকে উদ্যোগ নিতে হয়। সেক্ষেত্রে বিধায়ক পদ কাজে লাগে। আপাতত বেশ কিছুদিন তিনি বিশ্রাম নেবেন বলে জানিয়েছেন।

দলের জেলা সভাপতির পদ দেওয়া হলেও, দলীয় অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ না জানানো নিয়ে আগেই সরব হয়েছিলেন লক্ষ্মীরতন শুক্লা। পয়লা জানুয়ারি তাঁকে এবং হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ। এব্যাপারে প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি দুঃখিত এবং ব্যথিত। কোথাও একটা অসুবিধা হওয়ার কথা জানিয়েছেন তিনি।

Leave a Reply

error: Content is protected !!