সাকিব হাসান, দৈনিক সমাচার, বারুইপুর : দক্ষিণ ২8 পরগনা জেলা কুলতলী মেরিগঞ্জ এলাকা থেকে অস্ত্র সহ একজন কে গ্রেফতার করলো পুলিশ। ভোট যত এগিয়ে আসছে ততই অস্ত্র উদ্ধার হচ্ছে, জেলায় জেলায় পুলিশি তল্লাশির মুখে উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। তার মধ্যে দক্ষিণ ২8 পরগনা জেলা মেরিগঞ্জ থেকে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করল কুলতলী থানার পুলিশ ও বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন টিমের গ্রুপ। তল্লাশি চালিয়ে একটি বাড়ি থেকে হুদিশ হলো আগ্নেয়াস্ত্র কারখান।
পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া ওই অস্ত্র ব্যবসায়ীর নাম আসমত মন্ডল(৫৫)। সে তার বাড়িতে রাতের অন্ধকারে অস্ত্র তৈরি করত। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর জেলা পুলিশ ও কুলতলী থানার পুলিশ যৌথ উদ্যোগে উদ্ধার কর হয়। এই অস্ত্র তৈরি হয়ে কথায় চালান করতেন তা তদন্তে করছেন কুলতলী থানার পুলিশ।