দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কাল ৫ আগস্ট। আদালতে শুনানি রয়েছে ডাঃ কাফিল খানের। এর আগে বেশ কয়েকটি তারিখ শুনানির জন্য নির্ধারিত করা হলেও নির্দিষ্ট দিনগুলিতে মুক্তি পাননি কাফিল। কাল কি হয় তার অপেক্ষায় গোটা দেশ।
এদিকে কাল কাফিল খানের মুক্তির দাবিতে ফের উত্তাল সোশ্যাল সাইট। সন্ধ্যা থেকে ট্রেন্ড করছে #DrKafeelKhanKoAzadKaro। তিন ঘন্টায় ১ লক্ষেরও অধিক ট্যুইট করেছেন নেটিজেনরা। মনে করা হচ্ছে, এখন তিনে ট্রেন্ড করলেও রাতের দিকে ট্যুইট রিট্যুইটের সংখ্যা বাড়লে নম্বর ওয়ান ট্রেন্ডিংয়ে চলে আসবে #DrKafeelKhanKoAzadKaro।