দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজও মুক্তি পেলেন না ডাঃ কাফিল খান। পরবর্তী শুনানি আগস্টের প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনও সঠিক দিনটি কনফার্ম হয়নি, সন্ধ্যার মধ্যেই সঠিক দিনটি জানা যাবে। উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারিতেই জামিন পেয়েছিলেন কাফিল। তাঁর উপর লাগানো এনএসএ আদালত সরিয়ে দিলেই মুক্তি পেয়ে যাবেন কাফিল খান।