Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

আদিত্য ঠাকরেকে ‘বেবি পেঙ্গুইন’ বলার জের, নাগপুর থেকে গ্রেফতার এক

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে ‘বেবি পেঙ্গুইন’ বলে কটাক্ষ করার জেরে নাগপুর থেকে গ্রেফতার হলেন এক। জানা গেছে ওই ব্যক্তির নাম সমিত ঠাক্কর। সে নাগপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে।

সমিত ঠাক্করের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, গত ১ মে এবং ৩০ জুন ঠাকরে পরিবারের বিরুদ্ধে বিদ্রূপাত্মক মন্তব্য এবং ১ জুলাই রাউতের সম্পর্কে খারাপ মন্তব্য করেছেন। গত এরপর ২ জুলাই এই সকল বিষয়ে সমিত ঠাক্করের বিরুদ্ধে নাগপুরে এবং মুম্বাইয়ে ২ টি এফআইআর দায়ের করা হয়।

এরপর মামলার শুনানি চলাকালীন বিচারপতি গত ১ লা অক্টোবর এস এস শিন্ডে এবং এমএস কর্ণিকের একটি বেঞ্চ অভিযুক্ত সমিত ঠাক্করকে এই মামলায় সহযোগিতা করার জন্য তাঁর বয়ান জমা করতে বলেন।

এরপর গত ৫ অক্টোবর সমিত ঠাক্কর নিজের আইনজীবীর সঙ্গে ভিপি রোড থানায় এসে নিজের বয়ান রেকর্ড করেন। কিন্তু সেখানে মুম্বাইয়ের সাইবার সেল উপস্থিত থাকায়, তিনি বাথরুমে যাওয়ার নাম করে সেখান থেকে পালিয়ে যান।

এই বিষয়ে গত ৯ অক্টোবর সমিত ঠাক্কর আদালতে জানান, সাইবার সেলকে দেখে গ্রেপ্তার হওয়ার ভয়ে তিনি সেদিন সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন।

 

Leave a Reply

error: Content is protected !!