Monday, February 24, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

‛একটা-দুটো জোয়ারে আসে আবার ভাটায় চলে যায়’, শুভেন্দু-মিহিরকে নিশানা মমতার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‛একটা-দুটো জোয়ারে আসে আবার ভাটায় চলে যায়’, কোচবিহারের সভা থেকে শুভেন্দু অধিকারী-মিহির গোস্বামীকে নিশানা করে এমনটাই মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়।

প্রথমে দলে যারা ছিল তাঁরা সকলেই আছে তৃণমূলে। একটা-দুটো জোয়ারে আসে আবার ভাটায় চলে যায়। কোচবিহারের কর্মিসভা থেকে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘুরিয়ে শুভেন্দু অধিকারী, মিহির গোস্বামী, নিশীথ প্রামাণিকদের বার্তা দেন কোচবিহারের সভা থেকে।

কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী কয়েকদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। কোচবিহারে দলের এই ভাঙনের পর প্রথম সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কড়া বার্তা দিলেন দলত্যাগীদের। তাঁর সাফ কথা, দলের পুরনো নেতা-কর্মীরা প্রায় সবাই আছেন আমাদের সঙ্গে। শুধু একটা-দুটো জোয়ারে আসে, ভাটায় চলে যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আদর্শকে কখনও মুছে ফেলা যায় না। বাংলার মানুষ আদর্শ দিয়ে পার্টি করে। তাঁরা আদর্শ ত্যাগ করবে না। ফলে বাংলার মা-মাটি-মানুষকে নিয়ে যে পার্টির ভিত তা নাড়ানো যাবে না। এই পার্টির ভিত আন্দোলনের উপর দাঁড়িয়ে আছে। বহু আন্দোলন করে আমরা আজ এখানে এসেছি।

Leave a Reply

error: Content is protected !!