দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাথরস কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ধর্ষণ নিয়ে উঠে এল এক চাঞ্চল্যকর রিপোর্ট। দ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো একটি রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্ট অনুযায়ী, এই দেশে প্রতি ১৬ মিনিটে অন্তত একজন মেয়ে ধর্ষিতা হয়। পাশাপাশি প্রতি ঘন্টায় একটি মেয়েকে পণের জন্য খুন হতে হয়।
এনসিবি’র এই রিপোর্ট জানাচ্ছে, প্রতি চার মিনিটে এই দেশে একটি মেয়ে তাঁর শ্বশুরবাড়ির লোক অথবা স্বামীর হাতে নির্যাতিতা, লাঞ্ছিতা হন। প্রতি দু’দিনে একজন মেয়ের উপর অ্যাসিড আক্রমণ হয়। প্রতি ৩০ ঘন্টায় ভারতে অন্তত একজন মেয়ে গণধর্ষণের শিকার হয়। আর প্রতি দু’ঘণ্টায় অন্তত একটি মেয়েকে ধর্ষণের চেষ্টা করা হয়। প্রতি ৬ মিনিটে একটি মেয়েকে যৌন হেনস্থা করার চেষ্টা করা হয়। রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতে প্রতি চার ঘন্টায় অন্তত একটি মেয়ে পাচার হয়ে যায়।