Thursday, March 13, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

তৃণমূল বিধায়কের পদত্যাগ, বিজেপিতে যোগদানের ইঙ্গিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মেঘালয়ে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে আর কয়েকমাস পরেই। তার আগে সোমবার হঠাৎ পদত্যাগ করলেন সে রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূলের এক বিধায়ক।

রাজনৈতিক সূত্রের খবর, পদত্যাগী বিধায়ক বিজেপিতে যোগ দিতে পারেন। মেঘালয় বিধানসভা সচিব অ্যান্ড্রু সাইমন সোমবার জানিয়েছেন, পদত্যাগী তৃণমূল বিধায়কের নাম সাংপ্লিয়াং। এছাড়া আরও দুই বিধায়ক পদত্যাগ করেছেন। এনপিপির ফেরলিন সাংমা এবং বেনেডিক মারাক। তাঁদের সকলেরই ইস্তফা গৃহীত হয়েছে।

মৌসিনরামের বিধায়ক সাংপ্লিয়াং পদত্যাগের পর বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নয়ন কর্মসূচির প্রতি আমাদের আস্থা রয়েছে। তাই আমরা তিন জন দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’

Leave a Reply

error: Content is protected !!