দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : প্রায় রকেটের গতিতে বাড়ছে রান্না ঘরের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস পেঁয়াজের দাম। যার ঝাঁঝে চোখে জল এসে যাচ্ছে আমজনতার। কোনও কোনও রাজ্যে পেঁয়াজের খুচরো মূল্য ৯০ টাকা কেজিতে পৌঁছে গিয়েছে। যা আগস্ট-সেপ্টেম্বরে ছিল ৮০ টাকায়।
দেশে মহারাষ্ট্রই মূলত পেঁয়াজের যোগান দিয়ে থাকে। কিন্তু নাসিক, আহমেদনগর এবং পুনেতে গত দুসপ্তাহে বৃষ্টির কারণে পেঁয়াজের ব্যাপক ক্ষতি হয়েছে। যার জেরে ফসলের প্রভূত ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা এরপরেই পেঁয়াজের আরও দাম বৃদ্ধির আশঙ্কা করছেন। কেননা অক্টোবর-নভেম্বরের অসময়ে বৃষ্টি।
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, লাসেলগাঁও হোলসেল মার্কেটে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ টাকা ৫০ পয়সায়। সারা দেশেই পেঁয়াজের দামে কিছুটা সংশোধন হয়েছিল গত মাসে। কিন্তু বাজারের পরিস্থিতি দেখে মনে হচ্ছে ক্রেতাদের ফের বাড়তি মূল্য দিতে হবে। কেননা পেঁয়াজের মূল্য এখনই ৬০ থেকে ৯০ টাকার মধ্যে।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন