দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রাজ্যের ৭৭ জন বিজেপি বিধায়কের জীবনহানির আশঙ্কা রয়েছে বলে মনে করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাই সমস্ত বিধায়ককে কমপক্ষে ২ জন করে ‘এক্স’ ক্যাটাগরির দেহরক্ষী দেওয়া হবে বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে।
বিজেপি সূত্রে খবর, সেই মতো আজ সোমবার হেস্টিংসে বিজেপির অফিসে বিধায়কদের সঙ্গে বৈঠকে তাঁদের বায়োডাটা জমা নেন বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক শিবপ্রকাশ। সমস্ত বিধায়ক সাদা কাগজে নিজেদের তথ্য জমা দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের একটি ফর্মও ফিলাপ করেছেন বিধায়করা। সেখানে তাঁরা নাম, বাসস্থান এবং কোন এলাকায় তিনি বেশি যাতায়াত করেন সে সবই উল্লেখ করেছেন। জানা গিয়েছে যে একমাত্র বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী নিরাপত্তারক্ষী নিতে অস্বীকার করেছেন।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “বিজেপির একাধিক বিধায়কের লাইফ থেট (জীনহানির আশঙ্কা) রয়েছে। এমনকী বিজেপি বিধায়কদের মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। তাই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানিয়েছিলাম। তার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এই গোপন রিপোর্ট তৈরি দিয়েছে। তাই আমাদের ৭৭ জন বিধায়কে ‘এক্স’ ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছে ৷”