Thursday, March 13, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

একমাত্র বিজেপিই মেয়েদের সম্মান ফেরাতে পারে, মন্তব্য বিজেপির লকেটের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: একমাত্র বিজেপিই বাংলার মেয়েদের সম্মান ফেরাতে পারে, নারী দিবেন এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি সোমবার বলেন, “বাংলার মেয়েদের অসম্মান করা হয়েছে, তার বদলা চাই। ভোটের সময় বাংলার মেয়ে নামে প্রচার করা হচ্ছে। মহিলাদের উপর অত্যাচারের কেস নেওয়া হয় না থানায়। যাঁরা নির্যাতিতা সেইসব বাংলার মেয়েকে ফেরত চাই। রিপোর্ট না পাঠালে এনসিআরবিতে রেকর্ড হবে কী করে!

তিনি আরও বলেন, উত্তরবঙ্গ চা বাগানে বহু মহিলা নিঁখোজ। তার কোনও তথ্য বাংলা দেয়নি। ধর্ষণের কোনও তথ্য বাংলার সরকার দিতে পারেনি। নারী দিবসে আমরা বাংলার মেয়েদের সম্মান ফেরত চাই। বিজেপি ক্ষমতায় এলে সেই সম্মান ফেরানো হবে।

Leave a Reply

error: Content is protected !!