Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

কৃষি আইন নিয়ে বিরোধীদের হই-‌হট্টগোলে উত্তাল সংসদ, মুলতুবি রাজ্যসভা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কৃষক আন্দোলনের আঁচ এবার রাজ্যসভাতে। কৃষি আইন নিয়ে আলোচনার দাবি ঘিরে উত্তাল হল রাজ্যসভা। আর তার জেরেই সারাদিনের মতো অধিবেশন মুলতুবি করে দিলেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইড়ু।

মঙ্গলবার রাজ্যসভার অধিবেশন শুরু হতেই বিরোধীদের তরফে একটি মুলতুবি প্রস্তাব দেওয়া হয়। সেই দলে ছিল এরাজ্যের শাসক দল তৃণমূলও। বিরোধী দলগুলির আনা মুলতুবি প্রস্তাবে দাবি ছিল, রাজ্যসভায় অবিলম্বে কৃষক আন্দোলন নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু, সেই আবেদন খারিজ করে দেন বেঙ্কাইয়া নাইডু।

বিরোধীদের দাবি খারিজ করে তিনি জানান, বাজেট অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর ভাষণে কৃষক আন্দোলন ও কৃষি আইন নিয়ে বক্তব্য রেখেছেন। আগামিকাল রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা শুরু হবে। তখন প্রত্যেক বিরোধী দল এই নিয়ে নিজেদের বক্তব্য পেশের সুযোগ পাবে। যদিও নিজেদের দাবিতে অনড় থাকে বিরোধী দলগুলি। স্লোগান দিতে শুরু করেন বিরোধী সাংসদরা। ওয়াক আউট করেন রাজ্যসভা থেকে।

পরে ফের রাজ্যসভায় ফিরে এলেও, ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী সাংসদরা। এরপরই হট্টগোলের জেরে দফায় দফায় ৩ বার সাময়িকভাবে অধিবেশন মুলতুবি করা হয়। শেষে সাড়ে ১২টায় ফের অধিবেশন বসার কথা থাকলেও, বিরোধী সাংসদদের বিক্ষোভের জেরে দিনের মত রাজ্যসভা মুলতুবি ঘোষণা করে দেন চেয়ারম্যান।

 

Leave a Reply

error: Content is protected !!