দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: স্বৈরতন্ত্র ও সাম্প্রদায়িকতা বিরোধী দলকে সরকারে আনুন, রাজ্যবাসীর কাছে এমনটাই আবেদন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মঙ্গলবারই নন্দীগ্রাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পালটা বিবৃতি দিয়েছেন গৃহবন্দি প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার সরাসরি শোনা গেল তাঁর কণ্ঠস্বর। সংযুক্ত মোর্চাকে জেতান, ইতিহাস তৈরি করুন, বাংলার মানুষের প্রতি আহ্বান জানিয়ে অডিয়ো বার্তা দিয়ে বুদ্ধদেব। পাম অ্যাভিনিউ-এর ছোট্ট ফ্ল্যাট থেকে সে বার্তা এসে পৌঁছতেই নতুন করে চাঙ্গা বাম শিবির।
পশ্চিমবঙ্গে বামফ্রণ্ট- কংগ্রেস-আইএসএফ স্বৈরতন্ত্র ও সাম্প্রদায়িকতা বিরোধী জনগণের মোর্চা (সংযুক্ত মোর্চা) তৈরি করেছে। এরাই পারবে এই অন্ধকার থেকে রাজ্যকে বের করে আনতে।’ একইসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের বিবৃতিতে বর্তমান যুবসমাজের কথাও তুলে ধরেছেন। বলেন,’গত এক দশকে যুবদের কাজের স্বপ্ন চুরমার। শিক্ষাঙ্গন কলুষিত, স্বাস্থ্যপরিষেবা গরীব মানুষের নাগালের বাইরে। নতুন প্রজন্মের হাজার হাজার যুবক-যুবতী ছোট-মাঝারি-বৃহৎ শিল্প ও কর্মসংস্থানের দাবি নিয়ে পথে নেমেছে। ওরা পারবে বাংলার হৃত গৌরবকে ফিরিয়ে আনতে।’
একুশের ভোটযুদ্ধের চূড়ান্ত লগ্নে প্রিয় কমরেডের বার্তা পেয়ে চনমনে বাম প্রার্থীরা। বিশেষত তরুণ প্রজন্মের প্রার্থীদের সমর্থন জানানোর আবেদন করেছেন বুদ্ধেদেব। জানিয়েছেন, তাঁরাই পারবে রাজ্যকে বিপদ মুক্ত করে শিক্ষা-সংস্কৃতি-চেতনা ফিরিয়ে আনতে। পাশাপাশি, সংযুক্ত মোর্চার অপর দুই শরিক দলকেও সমর্থন জানানোর আবেদন রেখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। একসময়ের মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেসকেও সমর্থন করতে বলায় আবার কেউ কেউ কটাক্ষও করেছেন তাঁকে। অন্যদিকে, পীরজাদা আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকেও ধর্মনিরপেক্ষ বলে উল্লেখ করেন বুদ্ধদেব।