দৈনিক সমাচার ডিজিটাল ডেস্ক: উইঘুর মুসলিমদের উপর অত্যাচারে ও গণহত্যা, চিন বিরোধী প্রস্তাব পাস কানাডার সংসদে চিনের উইঘুর মুসলিমদের উপর অত্যাচারের নানা দিক বারবার সামনে এসেছে। এবার কানাডার নিম্নকক্ষ হাউস অব কমন্সে একটি প্রস্তাব পাস হয়েছে। সোমবার কানাডার আইন প্রণেতারা একটি প্রস্তাব সংসদে তুলেছিলেন ভোটাভুটির জন্য। প্রস্তাবটির পক্ষে ২৬৬ সাংসদ ভোট প্রদান করেন। বিপক্ষে একটি ভোটও পড়েনি।
জাস্টিন ট্রুডো ও তাঁর মন্ত্রিসভা সদস্যরা ভোট দানে বিরত থাকলেও বিরোধী দলীয় কনজারভেটিভ পার্টির সাংসদরা প্রত্যেকেই ভোট দিয়েছেন প্রস্তাবের পক্ষে। কনজারভেটিভ পার্টির নেতা এরিন ও’টুল বলেছেন– ‘চিনের বন্দি শিবিরে ১০ লক্ষ উইঘুর এবং তুর্ক মুসলিমরা রয়েছেন। প্রত্যক্ষ্যদর্শী ও বেঁচে ফেরাদের বয়ান অত্যন্ত ভয়াবহ। চিনে সত্যিই মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। গণহত্যা চালানো হচ্ছে এবং আমরা কানাডীয়রা আমাদের মূল্যবোধ বিক্রি করি না। গণহত্যা বন্ধ না করলে চিনে অলিম্পিক আয়োজন নিষিদ্ধের বিষয়টিও প্রস্তাবে তোলা হয়েছিল।