দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভিন্ন ধারার অস্কার আয়োজিত হল ভারতবর্ষেও। আয়োজক কংগ্রেস! কংগ্রেস সোমবার ট্যুইটারে নিজস্ব ‘অস্কার’ অনুষ্ঠানের আয়োজন করেছিল।
কংগ্রেসের অস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারি।
কংগ্রেসের অস্কারে সেরা অভিনেতার সম্মান পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল! আরও একটি ‘সেরা অভিনেতা’র পুরস্কার দেওয়া হয় ‘অ্যাকশন রোল’ বিভাগে! যা পান প্রধানমন্ত্রী মোদী।
খলনায়কের ভূমিকায় সেরা অভিনেতার পুরস্কার কংগ্রেস তুলে দিয়েছে অমিত শাহকে। কমেডি চরিত্রে সেরা অভিনেতার সম্মান পেয়েছেন বিজেপির মনোজ তিওয়ারি।
সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ