Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

লকডাউনে হেঁটে বাড়ি ফিরেছেন ১ কোটিরও বেশি পরিযায়ী শ্রমিক, স্বীকারোক্তি মোদী সরকারের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : তথ্য নেই, তথ্য নেই, এই লিস্ট ক্রমশ বাড়ছিল কেন্দ্র সরকারের। বিরোধীদের প্রশ্নের জবাবে কখনও বলেন কতজন পরিযায়ী শ্রমিক মারা গেছে না জানা নেয় মোদী সরকারের। তাই ক্ষতিপূরণের প্রশ্নই ওঠে না। ওই পাশে মোদী সরকার বলে শ্রমিক বিশ্বকর্মা। সবই কি নাটক? কখন স্বাস্থ্য কর্মীদের বলেন ‛যোদ্ধা’ কিন্তু কতজন ‛যোদ্ধা’ মারা গেছে তার উত্তর জানা নেই। তাহলে সবই কি নাটক? সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন চালিয়েছে বলে মাঝে মধ্যেই গর্ব করে। পরিযায়ী শ্রমিকদের বিষয়ে অন্য তথ্যও নেই বলে জানিয়েছিল মোদী সরকার। এমনই উত্তর দিয়েছিলেন শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার। তার এমন উত্তরে বিরোধীদের ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়।

অবশেষে শ্রমমন্ত্রী জানিয়েছেন, করোনার পরিস্থিতিতে হওয়া লকডাউনের সময় মার্চ থেকে জুন মাস মধ্যে পায়ে হেঁটে বাড়ি ফিরেছেন ১ কোটিরও বেশি পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবার। ওই সময়ে মোট ১.৬ কোটি মানুষ নিজেদের রাজ্য ফিরে এসেছিলেন বলে জানিয়েছেন তিনি। সোমবার কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্য সভায় জানানো হয় , রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলি থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা গেছে, প্রাপ্ত তথ্য থেকে জানা গিয়েছে, ওই সময় রাস্তায় হেঁটে বাড়ি ফেরার সময় ৮১,৩৮৫টি দুর্ঘটনার শিকার হয়েছে পরিযায়ী শ্রমিকরা। মার্চ থেকে জুন মাসের মধ্যে পথ দুর্ঘটনায় ২৯,৪১৫ জনের মৃত্যু হয়েছে বলেও জানানো হয়। কিন্তু দুর্ঘটনায় মৃত পরিযায়ী শ্রমিকদের বিষয়ে পৃথক কোনো তথ্য নেই সরকারের কাছে।

 

 

Leave a Reply

error: Content is protected !!