দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অযোধ্যা রায়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন (মিম) সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসী। তিনি কটাক্ষ করে বলেছেন, যিনি আরেক ব্যক্তির বাড়ি ধ্বংস করেছেন, সেই একই ব্যক্তি কীভাবে সেই বাড়িটি পেতে পারেন?
ওয়েসীর প্রশ্ন, বাবরী মসজিদ যদি অবৈধ হতো, তবে সেটি ভাঙার অপরাধে আদবানির বিচার চলছে কেন? আবার মসজিদটি যদি বৈধ জায়গায় হয়ে থাকে, তবে আদবানি কেন জমি পাচ্ছেন? তিনি আরও বলেন, ‛সুপ্রিমকোর্ট হচ্ছে সবার উপরে, কিন্তু অকাট্য নয়। ভুলের ঊর্ধ্বে নয়।’
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন