দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : তেলেঙ্গানার করিমনগরের শিশু হাসপাতালে মুসলিম রোগীকে ফিরিয়ে দেওয়ার ঘটনায় মুখ খুললেন মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন (মিম) সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসী। ওই হাসপাতালে এক মহিলা চিকিৎসার প্রয়োজনে জরুরি ফোন করেন।
ফোন ধরার পরে হাসপাতালের জনৈক কর্মী তাঁর ধর্মপরিচয় জানতে চান। সেই মহিলা নিজের ধর্ম পরিচয় দেওয়ার পরে তাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় মুসলমান রোগীদের এই হাসপাতালে চিকিৎসা করা হবেনা।
টেলিফোনে কথোপকথনের সেই অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আসাদউদ্দিন ওয়েসী নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ট্যুইট করে বলেন, অবিলম্বে ওই অডিও ক্লিপটির সত্যতা যাচাই করুক পুলিশ। নেওয়া হোক কঠোর ব্যবস্থা, নয়তো এই সাম্প্রদায়িক ভাইরাস ছড়িয়ে পড়লে মূল্য দিতে হবে বহু নিরীহ মুসলমানকে।’
অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।
আমাদের খবরাখবর ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ লাইক করে পাশে থাকুন