দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিহার নির্বাচনে অপ্রত্যাশিত সাফল্যের পর অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন (মিম) সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসী বলেছিলেন, তাঁর লক্ষ্য এবার পশ্চিমবঙ্গ। দিন কয়েক আগেও তিনি বাংলায় আসন্ন ২০২১ বিধানসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেন। কিন্তু রবিবার তাঁর কন্ঠে শোনা গেল ভিন্ন সুর।
রবিবার হায়দরাবাদে আসাদউদ্দিন ওয়েসী সাংবাদিকদের জানিয়ে দিলেন, পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে বাংলার মিম নেতাদের সঙ্গে বৈঠক হচ্ছে। তাদের সঙ্গে কথা বলে তাদের মতামত পাওয়ার পর কী সিদ্ধান্ত হয় তারপরই জানানো হবে।
এদিন আসাদউদ্দিন ওয়েসীকে জিজ্ঞেস করা হয় মিম বাংলায় শাসক দলের সঙ্গে জোট করবে কিনা? তার উত্তরে ওয়েসী বলেন, ‘আগে আমাকে পশ্চিমবঙ্গের মিম নেতাদের সঙ্গে কথা বলতে দিন।’ ওয়েসী এতদিন বলে আসছিলেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শাসক তৃণমূল দল রাজ্যের মুসলিমদের জন্য তেমন উন্নতি না করায় তাদের স্বার্থে মিম বাংলায় ভোটে লড়বে, সেই তেজ এদিন দেখা যায়নি।
তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে গিয়ে মুসলিম ভোট কাটাকাটির খেলায় পাছে বিজেপির হাতে না চলে যায় এই আশঙ্কায় যখন রাজ্যের মুসলিমরা, তখন শাসক দলের সঙ্গে জোট করার ব্যাপারে যেমন মুখ খোলেননি ওয়েসী। তেমনি বলেননি তৃণমূলের বিরুদ্ধে তার লড়াই জারি থাকবে। ওয়েসীর এই পরিবর্তিত মনোভাব নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে প্রভাব ফেলবে।
ওয়েসী পশ্চিমবাংলার নির্বাচনে লড়াইয়ের ব্যাপারে কোনও মন্তব্য না করায় মিমকে নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। তাহলেও মুসলিম ভোট কাটার দল হিসেবে তকমা ঘোচাতে মিম সরাসরি প্রার্থী না দিয়ে তৃণমূল কিংবা অন্য বিজেপি বিরোধী দলকে সমর্থন করবে, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যে ওয়েসী বাংলায় ভোটে লড়ার ব্যাপারে সদর্পে ঘোষণা করেছিলেন, তিনি হঠাৎ এ নিয়ে মুখ না খুলে পশ্চিমবঙ্গের নেতাদের সঙ্গে কথা বলে নির্ধারণ করবেন বলায় তা অনেককেই অবাক করেছে।