দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ব্যারাকপুরের গান্ধীঘাটে সরকারি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে বেনজির আক্রমণ করলেন মন্ত্রী ব্রাত্য বসু। এদিন তিনি রাজ্যপালকে ‘নৈরাজ্যপাল’ বলে কটাক্ষ করেন।
তিনি বলেন, “উনি কী সব বলছেন ভাসা-ভাসা, ঘোলা-ঘোলো… কেন উনি এসব বলে ওনার নামের আগে একটা ‘নৈ’ বসাচ্ছেন। বসিয়ে তার নাম ‘নৈরাজ্যপাল’ করছেন সেটা আমরা ধরতে পারছি না।” উল্লেখ্য, এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজ্যপালকে ‛পদ্মপাল’ বলে কটাক্ষ করেছিল।