দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : শুরুতেই জোড়া উইকেট পড়ে গিয়েছিল। অথচ জিততে হলে রেকর্ড রান তাড়া করতে হবে। কিন্তু আবদুল্লা শফিক ও মোহাম্মদ রিজয়ানের কাছে যেন সেইসব কিছু পাত্তা পেল না। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৪৫ রান তাড়া করতে নেমে শুরুতেই ইমাম উল হক ও বাবর আজমের উইকেট হারায় পাকিস্তান। এরপর হাল ধরেন শফিক ও রিজওয়ান। শফিক ১০৩ বলে ১১৩ রান করেন। শফিক আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত থেকে ম্যাচ জেতান রিজওয়ান। তিনি ১৩১ রান করে অপরাজিত থাকেন। শেষপর্যন্ত ৬ উইকেটে জয়ী হয় পাকিস্তান। বিশ্বকাপের ইতিহাসে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়। যা গেল পাকিস্তানের ঝুলিতে।