দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রাশিদ ভারতকে পরমাণু বোমা ব্যবহার করার হুমকি দিলেন। শেখ রাশিদ বলেন, পাকিস্তানের কাছে এমন পরমাণু বোমা আছে, যে বোমায় ভারতীয় মুসলিমদের কোন ক্ষতি হবে না। আর সেই বোমা অসম পর্যন্ত পৌঁছে যাবে।
শেখ রাশিদ বলেন, যদি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেটিই শেষ যুদ্ধ হবে। ভারত যদি পাকিস্তানে হামলা করে, তাহলে কথাবার্তার কোন দরকারই পড়বে না। আমাদের হাতিয়ার মুসলিমদের জীবন বাঁচিয়ে অসম পর্যন্ত লক্ষ্য ভেদ করতে পারবে।
কী করে এটা সম্ভব?