দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: এবার রাকেশ সিংয়ের বিরুদ্ধে শারিরীক নিগ্রহের অভিযোগ আনলেন কোকেন কাণ্ডে গ্রেফতার বিজেপি নেত্রী পামেলা গোস্বামী। তিনি অভিযোগ করেছেন রাকেশ তাঁকে অন্য চোখে দেখছিলেন। তাঁকে একাধিক বার শারিরীক নিগ্রহও করেন তিনি। পামেলা অভিযোগ করেছেন রাকেশ সিংই তাঁর গাড়িতে কোকেন রেখেছিলেন। আর কোনও বিজেপি নেতার বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ নেই।