Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

অর্ণব আগে চাটুকারিতা করত, এখন পাগল হয়ে গেছে! অর্ণব গোস্বামীকে আক্রমণ পাপ্পু যাদবের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মোদী সরকারের পক্ষে ব্যাটিং করা টিভি সাংবাদিকরা এখন পুরোপুরি লাগামছাড়া হয়ে পড়েছেন। তাঁরা বিরোধীদের আক্রমণ করতে গিয়ে মর্যাদার সমস্ত সীমা অতিক্রম করছেন। এমনই একজন সাংবাদিক হলেন রিপাবলিক টিভির প্রতিষ্ঠাতা অর্ণব গোস্বামী। তিনি তাঁর লাইভ শো’তে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে নানা কুরুচিকর মন্তব্য করে বিপাকে পড়েছেন।

আসলে, অর্ণব গোস্বামী তাঁর শো ‛পুছতা হ্যায় ভারত’-এ পালঘর সাধুহত্যার বিষয়ে আলোচনা করেছিলেন। এই সময়ে, তিনি লাগাতার উস্কানিমূলক প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, যদি সাধুদের বদলে কোনও মৌলবী বা পাদ্রীকে হত্যা করা হত, তবে ইতালির সোনিয়া গান্ধী কি নীরব থাকতেন?

অর্ণব কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধীর বিষয়ে কুরুচিকর মন্তব্য করে বলেন, সোনিয়া গান্ধী পালঘর ঘটনার প্রতিবেদনটি ইতালিতে প্রেরণ করবেন এবং বলবেন যে তাঁর সরকার সেখানে রয়েছে, তিনি সাধুদের হত্যা করেছেন। এতে তিনি ইতালি থেকে প্রশংসা পাবেন। অর্ণব এখানেই থামেননি, তার পর তিনি শো’তে উপস্থিত হিন্দু প্যানেলিস্টদের সোনিয়া গান্ধীর বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করেন।

প্যানেলিস্টদের তিনি জিজ্ঞাসা করেন, হিন্দুরা কি এখন এ জাতীয় জিনিস সহ্য করবে? হিন্দুরা কি চুপ করে থাকবে? জবাবে প্যানেলিস্টরা বলেন, হিন্দুরা আর চুপ করে থাকবেন না। হিন্দুরা এখন আওয়াজ তুলবে।

অর্ণব গোস্বামীর এহেন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিহারের নেতা ও জন অধিকার পার্টির অধ্যক্ষ পাপ্পু যাদব ট্যুইটারে লিখেছেন – ‛অর্ণব আপনি সাংবাদিক থেকে চাটুকার হয়েছেন। এখন অবসাদগ্রস্ত মনোরোগী হয়ে গিয়েছেন। আপনার জায়গা নিউজরুমে না, রাঁচির মেন্টাল হাসপাতালে হওয়া উচিত।’

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!