নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : নাগরিকত্ব আইন, এনআরসি ও এনপিআরের বিরোধিতায় পার্ক সার্কাসে লাগাতার অবস্থান ধর্মঘট চলছে। মনে করা হচ্ছিল সময়ের সাথে এই অবস্থান ধর্মঘট স্তিমিত হয়ে যাবে। কিন্তু সোমবারের পার্ক সার্কাস যেন আরও জমে উঠল।
সোমবার সন্ধ্যায় কবির সুমনের গানে গলা মেলাতে দেখা যায় আন্দোলনকারীদের। এরপর অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন জেএনইউ-এর প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ। খালিদের কন্ঠে আজাদী স্লোগান শুনে গর্জে ওঠে পার্ক সার্কাস। এসব দেখে আজকের পার্ক সার্কাস আন্দোলন সফল বলেই মনে করা হচ্ছে।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন