Wednesday, December 17, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ইতিহাস বদলে নারাজ কেরল! কেন্দ্র বাদ দিলেও মুঘল ইতিহাস ও গুজরাত দাঙ্গা পড়াবে রাজ্য

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT) এর বাদ দেওয়া অংশগুলি রাজ্য স্কুলের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেরল স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (SCERT)। মঙ্গলবার পাঠ্যক্রম স্টিয়ারিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি বিবৃতিতে এই কথা জানিয়েছে SCERT। কমিটি সরকারের শিক্ষামন্ত্রী ভি শিভানকুট্টিকে বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছে। উল্লেখ্য, NCERT স্কুলের পাঠ্যসূচি থেকে কিছু অংশ বাদ দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে বিতর্কের প্রতিক্রিয়া জানিয়ে মন্ত্রী শিভানকুট্টি বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার এই বিষয়গুলি শেখানোর অনুমতি না দিলে রাজ্য সরকার স্বাধীনভাবে পাঠ্যপুস্তক মুদ্রণ করতে পারে।

Leave a Reply

error: Content is protected !!