দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : করোনা অতিমারীর সময়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়ে ৫০ হাজার মার্কিন ডলার ডোনেট করলেন কলকাতা নাইট রাইডার্স তথা অস্ট্রেলিয়ান পেস বোলার প্যাট কামিন্স।
অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলার কোভিড-১৯ এর বিরুদ্ধে ভারতের লড়াইয়ে নিজস্ব অবদানের পাশাপাশি ২০২১ এর আইপিএলে সতীর্থদের, ফ্যানদেরও আবেদন করলেন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার।
ট্যুইটারে নিজে বিবৃতি দিয়ে কামিন্স লিখেছেন, তিনি যে অর্থ দিয়েছেন, তা যথেষ্ট না হলেও কারও না কারও সাহায্যে তো লাগবে! ২২ গজে আগুন ঝরানো ফাস্ট বোলারকে ২০২০র নিলামে ১৫ কোটি টাকায় কিনেছিল কেকেআর। সেই তিনি বলছেন, আবেগ, অনুভবকে অন্যদের সাহায্য করায় কাজে পরিণত করতে হবে। ভারত এমন এক দেশ বছরের পর বছর আসতে আসতে যাকে দারুণ ভালবেসে ফেলেছি। এখানকার মানুষজনও উষ্ণতায় ভরা, দয়াবান। এই সময়ে এত মানুষ কষ্টে রয়েছেন জেনে আমিও গভীর ভাবে ব্যথিত।