দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লি নিজামুদ্দিনে তবলীগ জামাতের জমায়েতকে কেন্দ্র করে মুসলিম বিদ্বেষের নয়া আবহ তৈরি হয়েছে দেশে। এইবার সামান্য এক ফল ব্যবসায়ীকে ‘মুসলিম হওয়ার অপরাধে’ দোকান বন্ধ করতে বাধ্য করেছেন স্থানীয় কিছু লোকজন।
উত্তরাখণ্ডের হলদওয়ানিতে ওই ফল বিক্রেতাকে দোকান বন্ধের হুমকি দেওয়ার অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযাগ, তাঁর সঙ্গে তবলীগের যোগ না থাকা সত্ত্বেও তবলীগের পাঁচ করোনা পজিটিভ সদস্য তাঁর গ্রামেরই বাসিন্দা হওয়ায় তাঁকে ব্যবসা করতে বাধা দিতে চাওয়া হয়।