দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লকডাউন ভেঙে ধর্মীয় রীতিতে মেতে উঠল সাধারণ মানুষ। কর্নাটকের কালবুর্গি এলাকার সিদ্ধলিঙ্গেশ্বর মন্দিরে শয়ে শয়ে ভিড় জমালেন ভক্তরা। মেলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, সোশ্যাল ডিসট্যান্সিং ভুলে হাজার হাজার মানুষ ওই মেলায় রথের দড়ি টানছেন। কাঁধে কাঁধ মিলিয়ে রথ টানছেন তাঁরা।
ইতোমধ্যেই কালবুর্গি জেলায় করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এমনকী করোনায় আক্রান্ত হয়ে দেশের প্রথম মৃত্যু হয়েছিল এখানেই। এহেন ঘটনার পরিপ্রেক্ষিতে মন্দির কমিটির বিরুদ্ধে ১৮৮, ১৪৩ ও ২৬৯ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। যদিও পুলিশের তরফে দাবি করা হয়েছে, আগে মন্দির কমিটি জানিয়েছিল এই অনুষ্ঠান হবে না। কিন্তু তারাই পরে নিয়ম ভেঙে তা আয়োজন করে।
দিল্লির নিজামুদ্দিনে কয়েক হাজার তবলীগ জামাত সদস্য সমবেত হয়েছিলেন। তবলীগের সেই জমায়েতকে কেন্দ্র করে মুসলিমদের দিকে আঙুল তোলা হচ্ছিল। করোনা ভাইরাসকে ‛মসজিদ ভাইরাস’ বলার মতো অশ্লীলতাও হয়েছে। বৃহস্পতিবার প্রায় একই রকম বড় জমায়েত হল সিদ্ধলিঙ্গেশ্বর মন্দির চত্ত্বরে। তারপর প্রশ্ন উঠছে, তাহলে কি করোনাকে এখন ‛মন্দির ভাইরাস’ বলা হবে?
অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।
আমাদের খবরাখবর ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ লাইক করে পাশে থাকুন