দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গ সফরে বাগডোগরা পৌঁছে ফের একবার পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তিনি। রাজ্যপাল বলেন, ‘আতঙ্ক এতটাই গভীর যে মানুষ তা নিয়ে আলোচনা করতেও ভয় পাচ্ছে।’
এদিন রাজ্যপাল বলেন, ‘দেশে ৫ রাজ্যে একসঙ্গে নির্বাচন হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও এমন ভয়ের পরিবেশ দেখা যায়নি। ভোট মিটে যাওয়ার সাত সপ্তাহ পরেও এখানে রাজনৈতিক হিংসার অভিযোগ উঠছে। মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার কোনও সদস্য এমনকী প্রশাসনের কোনও আধিকারিককে দেখা যায়নি। কোনও ত্রাণ পায়নি আক্রান্ত মানুষেরা। কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি’।
তিনি বলেন, ‘সমস্যা ভয়াল রূপ নিয়েছে। তার প্রভাব মহিলা, শিশু, তপশিলি জাতি, উপজাতি এমনকী সাধারণ মানুষের ওপরেও পড়ছে। মানুষের জীবনযাত্রা ও উপার্জনের পথ প্রভাবিত হচ্ছে। এই পরিস্থিতিতে কী করে সরকার চোখ বন্ধ করে থাকতে পারে? এখনো পর্যন্ত কোনও অভিযোগের তদন্ত হয়নি, কেউ গ্রেফতার হয়নি। এটা গণতন্ত্রের জন্য ভাল সংকেত নয়। এখানে আতঙ্ক এতটাই গভীর যে লোকে তা নিয়ে আলোচনা করতেও ভয় পাচ্ছে।’
রাজ্যপাল জানান, ‘আমি যেখানে যেখানে গিয়েছি আক্রান্তদের কাছে জানতে চেয়েছি, আপনি পুলিশে অভিযোগ করেননি কেন? জবাবে আক্রান্তরা জানিয়েছেন, আক্রান্ত হয়ে পুলিশে অভিযোগ জানাতে গেলে অভিযুক্ত হয়ে ফিরতে হবে। তার পর ধরাবাহিক নির্যাতন শুরু হবে আমার ও আমার পরিবারের ওপর।’
রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্তের বিরুদ্ধে রাজ্য সরকারের মনোভাবের সমালোচনা করে তিনি বলেন, ‘রাজ্য সরকার যেভাবে বোঝানোর চেষ্টা করছে যে কিছুই ঘটেনি তা ঠিক নয়। তদন্ত হওয়া উচিত। তদন্ত মুখোমুখি হতে না চাইলে একনায়কতন্ত্রকে আমন্ত্রণ জানানো হয়। উটপাখির মতো বালিতে মুখ গুঁজে থাকলে চলবে না।’