Friday, February 7, 2025
Latest Newsদেশফিচার নিউজ

‘ফোন কেড়ে নিয়েছে, বাইরে বেরতে দিচ্ছে না’, চাঞ্চল্যকর অভিযোগ হাথরসের নির্যাতিতার পরিবারের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছে হাথরসের দলিত তরুণীর পরিবার। বৃহস্পতিবার পুলিশের নজর এড়িয়ে ক্ষেতের মাঝখান দিয়ে সংবাদমাধ্যমের সামনে হাজির হয় এক নাবালক। গ্রামের ভিতরে সংবাদমাধ্যমকে ঢুকতে না দেওয়ায় তাঁরা বাইরেই অপেক্ষা করছিলেন। সেখানে গিয়ে ওই নাবালক জানায় সে নির্যাতিতার আত্মীয়।

সংবাদমাধ্যমকে সেই নাবালক বলে, “ওরা আমাদের ফোন কেড়ে নিয়েছে। আমার পরিবার আমাকে পাঠিয়েছে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য। আমি কোনও রকমে লুকিয়ে ক্ষেত দিয়ে এসেছি। আমাদের বাইরে বেরতে দেওয়া হচ্ছে না। ওরা আমাদের হুমকি দিচ্ছে।” অবশ্য পুরো কথা বলে উঠতে পারেনি ওই নাবালক। তার কথার মাঝেই সেখানে পুলিশকর্মীরা এসে উপস্থিত হয়। সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায় ছেলেটি।

 

Leave a Reply

error: Content is protected !!