Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

অবৈধভাবে রেশনের চাল বিক্রির ষড়যন্ত্র, নদিয়ায় বিজেপি কর্মীর ছক ভেস্তে দিলেন স্থানীয়রা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রেশনের চাল চুপিসাড়ে বাজারে বিক্রির চেষ্টা। এই অভিযোগে নদিয়ার ধানতলা থানার দত্তপুলিয়া গ্রামের চালের এক গোডাউন সিল করে দিল পুলিশ। ওই চালের গুদামের মালিক দত্তপুলিয়া গ্রামের ননী সাহা নামের এক ব্যক্তির। গোডাউন মালিকের খোঁজ মেলেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সন্ধে নাগাদ স্থানীয় কয়েকজন বাসিন্দা দেখতে পান, ওই গুদাম থেকে এফসিআই-এর ছাপ দেওয়া বস্তা থেকে প্লাস্টিকের বস্তায় চাল ঢালা হচ্ছে। এই দৃশ্য দেখে তাঁদের সন্দেহ হয় যে সরকারি চাল চুপিসাড়ে অন্য বস্তায় ঢেলে বেআইনিভাবে বিক্রির চেষ্টা হচ্ছে। তাঁরা সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করেন।

স্থানীয় পঞ্চায়েত সদস্যরাও এর প্রতিবাদ জানান। খবর পৌঁছয় ব্লক প্রশাসন ও ধানতলা থানায়। সঙ্গে সঙ্গে প্রশাসনের আধিকারিকদের নিয়ে ছুটে আসে পুলিশ। সঙ্গে সঙ্গে গোডাউনটি সিল করে দেওয়া হয়। ঘটনার পর থেকে ননী সাহার খোঁজ মেলেনি। বিষয়টি প্রকাশ্যে আসতে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের অভিযোগ, ওই চালের গুদামের মালিক বিজেপি কর্মী। বিজেপির মদতেই এমন বেআইনি কাজের পরিকল্পনা করা হয়েছিল।

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!