দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কেন্দ্র-রাজ্য সংঘাতের জন্য কৃষকদের বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, এভাবেই একের পর এক রাজ্য সরকারকে তোপ দাগছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। ঠিক সেই সময় সভায় হঠাৎই ‘গন্ডগোল’ বেঁধে যায়। সভায় উপস্থিত আমজনতা হঠাৎই নিজেদের জায়গা ছেড়ে উঠে পড়েন। চারদিক থেকে গন্ডগোলের আওয়াজ ভেসে আসে। সভা ছেড়ে একে একে বেরতে থাকে কর্মীরা। ‘দয়াকরে শান্ত হয়ে বসুন’, সভা ছেড়ে যাওয়া বিজেপি কর্মীদের শুভেন্দুর অনুরোধ। কিন্তু তার পরেও আটকানো সম্ভব হয়নি।
বিজেপির দাবি, ইচ্ছাকৃতভাবেই এই বিরাট জনসভা ভণ্ডুল করার চেষ্টা করা হয়েছে। ভয় পেয়েই তৃণমূল এসব করছে বলেও তোপ দাগেন গেরুয়া শিবিরের নেতারা। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলে দেন, জনতার ভিড় দেখে ভয় পেয়ে যাচ্ছে তৃণমূল। সেই কারণেই সভা ভণ্ডুল করার চেষ্টা করছে। এরপরই যোগ করেন, “কিন্তু আপনারা যে সভায় শৃঙ্খলা বজায় রেখেছেন, তৃণমূলের উদ্দেশ্য পূরণ হতে দেননি, এর জন্য আপনাদের ধন্যবাদ জানাই।”
একই দাবি তুলে উপস্থিত সকলকে শুভেন্দু বলেন, “ভয় পাবেন না। আমায় বিশ্বাস করেন তো? সিপিএমকে সরিয়েছি তো?” এবার বিজেপিকে ক্ষমতায় আনার অঙ্গীকারও করেন তৃণমূল থেকে গেরুয়া শিবিরে যোগ দেওয়া নেতা।