দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সম্প্রতি মহারাষ্ট্রের সমাজকর্মী বিনয় দুবে আইনি লড়াইয়ের মাধ্যমে ডাঃ কাফিল খানকে মুক্ত করার শপথ নিয়েছেন। তিনি দেশের আইনজীবী ও অবসরপ্রাপ্ত বিচারপতিদের উদ্দেশ্যে ঘোষণা করেন, যে বা যারা ডাঃ কাফিল খানকে মুক্ত করে আনবেন দেশবাসীর কাছ থেকে ভিক্ষা করে তাকে এক কোটি টাকা সাহায্য করবেন।
এই ঘোষণার পরপরই অগণিত আইনজীবী ও অবসরপ্রাপ্ত বিচারপতিরা কোনওরকম পারিশ্রমিক ছাড়াই কাফিল খানের জন্যে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরও জানান, আগামী ১৫ জুলাই জামানতের জন্যে শুনানি আছে। সেদিন বিভিন্ন রাজ্য থেকে একঝাঁক আইনজীবীদের সঙ্গে নিয়ে তিনি উপস্থিত থাকবেন।
এই দিনটির জন্যে তিনি আরও কয়েকটি আবেদন করেছেন, ১৫ জুলাই পর্যন্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ডাঃ কাফিল খানের মুক্তির দাবিতে ট্রেণ্ড চালাতে এবং সম্ভব হলে কিছু কিছু আর্থিক সাহায্য করতে। বিনয় দুবের এই আবেদনে সাড়া দিয়ে বিগত চারদিন ধরে সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ দিয়ে ট্রেণ্ড চলছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্ৰাম সর্বত্র একটাই পোস্ট কাফিল খানের মুক্তি চাই, ন্যায় বিচার চাই ডাঃ খানের।
তাৎক্ষণিকভাবে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্ৰুপও তৈরি হয়েছে ডাঃ কাফিল খানের মুক্তির দাবিতে। এছাড়াও বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট হচ্ছে ডাক্তার কাফিল খানের মুক্তি চাই। অনেক এমন কিছু ভিডিও পোস্ট করেছেন, যাতে দেখা যাচ্ছে কোমর জল পেরিয়ে ময়লা পোশাকের ছোট্ট শিশুকে কোলে তুলে নিয়ে এক হাত দিয়ে বুকে স্টেথো ধরছেন ও ওষুধ খাওয়ার নিয়ম লিখে দিচ্ছেন।