দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: অনেক আগেই অভিনয় জগৎকে আলবিদা জানিয়েছেন দঙ্গল খ্যাত প্রাক্তণ অভিনেত্রী জায়গা ওয়াসিম। তিনি বাকি জীবনটা আল্লাহ পথেই কাটাতে চান। আর সে জন্য গত বছরই অভিনয় জগত থেকে দূরে সরে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন। জায়রা বলেছিলেন, এই পেশা তাঁর বিশ্বাস ও ধর্মে আঘাত হানছে। তাই তিনি এই পেশা নিয়ে খুশি ছিলেন না।
এবার স্যোশাল মিডিয়া থেকে তার ছবি সরানোর আর্জি জানালেন তার ফ্যানদের কাছে।
জায়রা সেইসঙ্গে স্বীকার করে নিয়েছেন যে, ইন্টারনেট থেকে তাঁর ছবি সরিয়ে ফেলা অসম্ভব। তিনি লিখেছেন, ইন্টারনেট থেকে সব ছবি সরানো অসম্ভব। কিন্তু আমি আপনাদের কাছে সেই ছবিগুলি শেয়ার না করার অনুরোধ জানাতে পারি। আশা করছি, আপনারা আগেকার মতোই আমাকে সাহায্য করবেন এবং পাশে দাঁড়াবেন। আমি জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি। আর এতে আপনাদের সহযোগিতায় আমি উপকৃত হব। আমার যাত্রাপথের শরিক থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
জায়রা আরও বলেন, সবাইকে বলছি, ধারাবাহিকভাবে আমার প্রতি ভালোবাসা ও সহৃদয়তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালোবাসা ও শক্তির ধারাবাহিক উৎস আপনারাই। সমস্ত দিক থেকে আমার পাশে দাঁড়ানোর জন্য আপনাদের ধন্যবাদ।