Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

সব টাকা ফেরত দিচ্ছি, মামলা তুলে নিন! সরকারের কাছে আর্জি বিজয় মাল্যর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আমি যে টাকা ব্যাঙ্ক থেকে ধার নিয়েছিলাম, তার ১০০ শতাংশ ফিরিয়ে দিতে রাজি আছি। দয়া করে আমার বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হোক। ভারত সরকারের কাছে এমনই আর্জি জানালেন ‘লিকার ব্যারন’ বিজয় মাল্য। শিল্পপতির দাবি, তিনি আগেও ঋণশোধ করতে চেয়েছিলেন। কিন্তু সরকার তাঁর কথায় কান দেয়নি।

বিজয় মাল্য এদিন ট্যুইট করে বলেন, ‛কোভিড ১৯ রিলিফ প্যাকেজ ঘোষণার জন্য সরকারকে অভিনন্দন জানাই। সরকার ইচ্ছামতো টাকা ছাপতে পারে। কিন্তু আমার প্রস্তাব অগ্রাহ্য করা হচ্ছে কেন? রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে আমি যে টাকা ধার নিয়েছি, তার ১০০ শতাংশ ফেরত দিতে চাই।’

বিজয় মাল্য এখন আছেন ইংল্যান্ডে। তাঁকে বন্দি করে দেশে ফিরিয়ে আনার জন্য মামলা চলছে ব্রিটেনের আদালতে। বিজয় মাল্যর বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যাঙ্কের ৯ হাজার কোটি টাকা ঋণ শোধ করেননি। বন্দি প্রত্যর্পণের মামলায় লন্ডন হাইকোর্টে হেরে গিয়েছেন শিল্পপতি। তিনি আবেদন করেছেন ব্রিটেনের সুপ্রিমকোর্টে।

Leave a Reply

error: Content is protected !!